চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্স নির্বাচনে কে কত ভোট পেলেন?

উৎসব মূখর পরিবেশে প্রায় একযুগ পরে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বি-বার্ষিক সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ শনিবার (০৩ আগস্ট) অনুষ্ঠিত হয়েছে। এবারের নির্বাচনে সাধারণ সদস্যদের ৫৮৭ জন ভোটারের মধ্যে ভোট প্রয়োগ করেছেন ৪৬৫ জন। অপরদিকে, সহযোগী সদস্যদের ২১৬ জন ভোটারের মধ্যে ভোট প্রয়োগ করেছেন ১৫৭ জন।

আরো পড়ুন=>> মিছিল-স্লোগানে উত্তাল ঝিনাইদহ

এবারের নির্বাচনে কে কত ভোট পেলেন, তা দেওয়া হলো। ইয়াকুব হোসেন মালিক মোট ভোট পেয়েছেন ৪৩২টি, শাহারিন হক মালিক ৪৪২টি, মঞ্জুরুল আলম মালিক লার্জ ৪৪২টি, সালাউদ্দিন মোঃ মর্তুজা ৪৪৮টি, এস,এম তসলিম আরিফ বাবু ৪৪৪টি, একেএম সালাউদ্দিন মিঠু ৪৩৫টি, আরিফ হোসেন জোয়ার্দ্দার (সোনা) ৪৩৭টি, তাজুল ইসলাম ৪৩২টি, সেলিম আহমেদ ৪১৪টি, হারুন অর রশিদ ৪১০টি, কিশোর কুমার কুন্ডু ৩০২টি, এনামুল হক শাহ মুকুল ৪১৬টি, মতিয়ার রহমান ফারুক ৩৫৬টি, শামসুজ্জামান খোকন ৩৭৫টি, আব্দুল হাকিম মুন্সী ৫৩টি, মফিজুর রহমান ৩৮টি, ইমতিয়াজ আহমেদ মিঠুনন ২৮টি, শহিদুল ইসলাম ৩৬টি, হাবিবুল্লাহ জোয়ার্দ্দার ছটি ১৯১টি, গোলাম মস্তফা বাদল ১২২টি, মকলেছুর রহমান ১২৪টি এবং সহযোগী সদস্যদের মধ্য থেকে নাসির আহাদ জোয়াদ্দার মোট ভোট পেয়েছেন ১৫৩টি, পবিত্র কুমার আগরওয়ালা ১৫৩টি, কামরুল ইসলাম ১৫১টি, সুরেশ কুমার আগরওয়ালা ১৫০টি, এএনএম আরিফ ১৪৯টি রোকনুজ্জামান ২টি, সালাউদ্দীন বিশ্বাস মিলন ৪টি ভোট পেয়েছেন।

এবারের নির্বাচনে সাধারণ সদস্যদের মধ্য থেকে সর্বোচ্চ ভোট পেয়েছেন সালাউদ্দিন মোঃ মর্তুজা। তিনি পেয়েছেন ৪৪৮টি ভোট। এছাড়া সহযোগী সদস্যদের মধ্য থেকে যৌথভাবে সর্বোচ্চ ভোট পেয়েছেন নাসির আহাদ জোয়াদ্দার ও পবিত্র কুমার আগরওয়ালা। তাদের ভোটের সংখ্যা ১৫৩টি।