চুয়াডাঙ্গার বিশিষ্টজনরা কে কোথায় ঈদ করবেন

প্রতিবছরের ন্যায় এবারও জেলার বিশিষ্টজনেরা অধিকাংশই কোরবানির ঈদ উদযাপন করতে নিজ এলাকায় ফিরেছেন। চুয়াডাঙ্গা জেলার জনপ্রতিনিধিসহ বিশিষ্টজনেরা কে কোথায় ঈদ উদযাপন করবেন; এ নিয়ে আমাদের বিশেষ প্রতিবেদন। চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি ও চুয়াডাঙ্গা-১ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন পৌর ঈদগাহ ময়দানে ১ম জামাতে পরিবারের সদস্য ও নেতাকর্মীদের সাথে নিয়ে ঈদের নামাজে অংশ নেবেন। নামাজ শেষে মুসুল্লিদের সাথে শুভেচ্ছা বিনিময় পরবর্তী চুয়াডাঙ্গা কবরী রোডস্থ নিজ বাসভবনে ফিরে প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারী, নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন। জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগার টগর তাঁর নিজ গ্রাম রঘুনাথপুর-বাস্তপুর ঈদগাহ ময়দানে ঈদ-উল-আজহার নামাজ আদায় করবেন। সেখানে পরিবার পরিজন, আত্মীয়-স্বজনসহ দলীয় নেতাকর্মীসহ নানা শ্রেণী পেশার মানুষের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন তিনি।

সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনে এমপি হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করা বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির সদস্য, তারা দেবী ফাউন্ডেশনের চেয়ারম্যান, এফবিসিসিআইয়ের পরিচালক, ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগরওয়ালা ঈদের নামাজের পর পান্না সিনেমা হল চত্বরে দলীয় কার্যালয়ে নেতাকর্মীসহ নানা শ্রেণী-পেশার মানুষের সাথে ঈদ শুভে”ছা বিনিময় করবেন তিনি। এরপর সিনেমা হল চত্বরে গরীব-অসহায় ও ছিন্নমূল মানুষকে উন্নতমানের খাবার খাওয়াবেন।

চুয়াডাঙ্গা জেলার কৃতি সন্তান, সাহিদ গ্রুপের চেয়ারম্যান, সিঙ্গাপুর-বাংলাদেশ সোসাইটি’র উপদেষ্টা ও বাংলাদেশ চেম্বার অব সিঙ্গাপুরের প্রেসিডেন্ট আলহাজ্ব সাহিদুজ্জামান টরিক পরিবারের সদস্যদের নিয়ে সিংগাপুরে ঈদ উদযাপন করবেন। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজাদুল ইসলাম আজাদ শ্যামপুর-ঈশ্বরচন্দ্রপুর ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করবেন। পরে দর্শনা পুরাতন বাজারস্থ নিজ বাসভবনে নেতাকর্মীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন। এছাড়া চুয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান ও দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাহফুজুর রহমান মন্জু দর্শনা ইসলাম বাজারপাড়ায় তার নিজ এলাকায় ঈদের জামাত আদায় করবেন। জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি খুস্তার জামিল ও সাবেক যুগ্ম সম্পাদক সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন চুয়াডাঙ্গার পৌর ঈদগাহ ময়দানে নামাজ আদায় করবেন। পরে নেতাকর্মীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন। চুয়াডাঙ্গা পৌর মেয়র জাহাঙ্গীর আলম মালিক খোকন পৌর ঈদগাহ ময়দানে নামাজ আদায় করবেন। পরে তিনি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন।

চুয়াডাঙ্গা সদর উপজেলা চেয়ারম্যান, জেলা যুবলীগের আহবায়ক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নঈম হাসান জোয়ার্দ্দার পৌর ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করবেন। এরপর দলীয় কার্যালয় নেতাকর্মীসহ সব শ্রেণি-পেশার মানুষের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন। বাংলাদেশ যুবলীগের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য জুবায়ের আহমেদ সাব্বির নিজ এলাকা চুয়াডাঙ্গা সদরের নীলমণিগঞ্জ ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায় করবেন। এরপর সব শ্রেণি-পেশার মানুষের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন। আলমডাঙ্গা পৌর মেয়র হাসান কাদির গণু এরশাদপুরস্থ নিজ গ্রামের ঈদগাহে নামাজ আদায় করবেন। দর্শনা পৌর মেয়র আতিয়ার রহমান হাবু পবিত্র পালনে হজব্রত পালনে মক্কায় থাকায় সেখানে ঈদের নামাজ আদায় করবেন। পরিবারের সকলকে সাথে নিয়ে জীবননগর পৌর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায় জীবননগর পৌর মেয়র রফিকুল ইসলাম। নামাজ শেষে সাধারণ জনগণের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন। আলমডাঙ্গা উপজেলা চেয়ারম্যান কেএম মঞ্জিলুর রহমান ঈদ উদযাপন করবেন নিজ উপজেলায়।

দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আলী মুনসুর বাবু তাঁর নিজ গ্রাম রঘুনাথপুর-বাস্তপুর ঈদগাহ ময়দানে ঈদ-উল-আজহার নামাজ আদায় করবেন। এরপর নিজ বাড়িতে ফিরে দলীয় নেতাকর্মী, শুভাকাড়খী, সাধারণ জনগণের সাথে ঈদ শুভে”ছা বিনিময়ে ব্যস্ত থাকবেন তিনি। জীবননগর উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান তাঁর নিজ গ্রাম খয়েরহুদা গ্রামের ঈদগাহ ময়দানে নামাজ পড়বেন। কেন্দ্রীয় বিএনপি’র উপ-কোষাধ্য ও চুয়াডাঙ্গা জেলা বিএনপি’র আহ্বায়ক শিল্পপতি মাহমুদ হাসান খান বাবু কোথায় ঈদ করবেন জানা যায়নি। জেলা বিএনপি’র সদস্য সচিব শরীফুজ্জামান শরীফ ভিজে সরকারি উচ্চ বিদ্যালয় (চাঁদমারী) মাঠে ঈদের নামাজ পড়বেন। এরপর মুক্তিপাড়াস্থ তাঁর নিজ বাসভবনে ফিরে পরিবার, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও দলীয় নেতাকর্মীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন। এছাড়া দর্শনা কেরু এ্যান্ড কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোশাররফ হোসেন দর্শনাতে ঈদের নামাজ আদায় করবেন। চুয়াডাঙ্গা প্রেসকাবের সভাপতি রাজীব হাসান কচি নিজ গ্রাম দৌলাতদিয়াড় দক্ষিণপাড়া ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করবেন। পরে সাংবাদিক সহকর্মীসহ বিভিন্নজনের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন।

আরো পড়ুন==> মেহেরপুরের বিশিষ্ট জনেরা কে কোথায় ঈদের নামাজ আদায় করবেন

জেলা প্রেসকাবের সভাপতি মানিক আকবর ভিজে সরকারি উচ্চ বিদ্যালয় (চাঁদমারী) মাঠে ঈদের নামাজ পড়বেন। এছাড়া দৈনিক সময়ের সমীকরণ’র প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন ভিজে সরকারি উচ্চ বিদ্যালয় (চাঁদমারী) মাঠে কেন্দ্রীয় জামাতে ঈদের নামাজ আদায় করবেন। সাংবাদিক ঐক্য পরিষদের আহবায়ক ও দৈনিক পশ্চিমাঞ্চল পত্রিকার সম্পাদক-প্রকাশক আজাদ মালিতা রেল বাজার আলিয়া মাদ্রাসা ঈদগাহে নামাজ আদায় করবেন।
উল্লেখ্য, আবহাওয়ার কারণে নামাজে বিঘ্ন ঘটলে অনেকেই ঈদের নামাজ আদায়ের েেত্র সিদ্ধান্ত পরিবর্তনও করতে পারেন বলে জানিয়েছেন। সব মিলিয়ে ঈদ হবে আনন্দ, উল্লাস আর সুখময়। সকল অপূর্ণতা কাটিয়ে ঈদের দিনটি হোক পরিপূর্ণ। দৈনিক আজকের খাসখবর পত্রিকা পরিবারের পক্ষ থেকে পবিত্র ঈদ-উল-আজহার অবিরত শুভেচ্ছা। সুস্থ, সুন্দর ও মনোরম থাকুন, ঈদ মোবারক।