পাচারের সময় ছিনতাইয়ের চেষ্টা, ১৮১ ভরি স্বর্ণসহ স্বর্ণকার আটক

ঝিনাইদহে পাচারের সময় অবৈধ স্বর্ণ ছিনতাইয়ের চেষ্টা করা হয়েছে। সেই সময় ছিনতাইকারীদের পিটুনিতে আহত হয়েছেন একজন। পরে সেই স্বর্ণ জব্দ করে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য অনিমেষ মজুমদার নামের এক স্বর্ণকারকে আটক করা হয়েছে। মঙ্গলবার (৩০ জুলাই) সকালে কেসি কলেজের পূর্ব পাশের গলিতে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শহরের স্বর্ণকার পট্টির গিনি হাউজের কর্মচারী মিঠুন একটি কুরিয়ার সার্ভিস থেকে একটি কার্টন নিয়ে দোকানে ফিরছিলেন। পথে কেসি কলেজ গলিতে পৌঁছালে ছয়জন ছিনতাইকারী ওই কার্টন ছিনতাইয়ের চেষ্টা করে। কর্মচারী মিঠুনকে পিটিয়ে ছিনতাইয়ের চেষ্টার সময় ঝিনাইদহ সদর থানা পুলিশের এক এসআই সেখানে পৌঁছে মিঠুনকে উদ্ধার করেন।

আরো পড়ুন=>> যশোরে ফেনসিডিলসহ যুবলীগ নেতার স্ত্রী আটক

ছিনতাইকারীরা পুলিশকে দেখে মোটরসাইকেলযোগে পালিয়ে যায়। পরে পুলিশ এসে ওই কার্টন খুলে ১৮১ ভরি স্বর্ণালংকার উদ্ধার করে। সঠিক কাগজপত্র দেখাতে না পারায় ওই স্বর্ণালংকার জব্দ ও গিনি হাউজের মালিক অনিমেষ মজুমদারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

ঝিনাইদহ সদর থানা পুলিশের এসআই জিয়া বলেন, আমি এসে দেখি মিঠুনকে মারধর করে কার্টনটি ছিনতাইয়ের চেষ্টা করা হচ্ছে। আমি তাদের আটক করার চেষ্টা করি। স্থানীয়রা কেউ এগিয়ে না আসায় ছিনতাইকারীরা পালিয়ে যায়। পরে আমি আমার ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি অবহিত করি।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান বলেন, দুটি ঘটনা ঘটেছে। একটি ছিনতাইয়ের আর অন্যটি স্বর্ণ পাচার। আমরা ছিনতাইকারীদের আটকের চেষ্টা করছি। আর যেহেতু কুরিয়ার সার্ভিসে করে স্বর্ণ আনা হচ্ছিল তাই আমরা স্বর্ণালংকার আটক করেছি। এ ঘটনায় স্বর্ণকার অনিমেষ মজুমদারকে জিজ্ঞাসাবাদ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *