‘দেশের উন্নয়নে আরও বেশি ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির’

মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে সাহিদুজ্জামান টরিকের নেতৃত্বে ১২ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের সফল সাক্ষাৎ

‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার পরিকল্পনা বাস্তবায়নে সরকারের সাথে কাজ করতে আগ্রহী এনআরবি ওয়ার্ল্ড

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছে বিশ্বের অনাবাসী বাংলাদেশিদের সব থেকে বড় সংগঠন এনআরবি ওয়ার্ল্ডের প্রতিনিধি দল। রোববার (৭ জুলাই) বেলা সাড়ে ১১টায় এনআরবি ওয়ার্ল্ড-এর সভাপতির নেতৃতে আমেরিকা, যুক্তরাজ্য, কানাডা, সিঙ্গপুরসহ ৬টি দেশের ১২ জন বাংলাদেশি প্রবাসী প্রতিনিধি সাক্ষাৎ করেন।

ওই প্রতিনিধি দলের নেতৃত্ব দেন এনআরবি ওয়ার্ল্ডের প্রেসিডেন্ট ও চুয়াডাঙ্গার কৃতী সন্তান আলহাজ্ব সাহিদুজ্জামান টরিক। এনআরবি ওয়ার্ল্ড-এর পাশাপাশি মোহা: সাহিদুজ্জামান টরিক বাংলাদেশ বিজনেস চেম্বার অব সিঙ্গাপুরের সভাপতি এবং সাহিদ ট্রাভেল অ্যান্ড ট্যুরস পিটিই লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক।

সাক্ষাৎকালে এনআরবি ওয়ার্ল্ডের প্রতিনিধি দল এনআরবি ওয়ার্ল্ড-এর প্রতিনিধিদল রাষ্ট্রপতিকে এনআরবি ওয়ার্ল্ড-এর লক্ষ্যসমূহ, উদ্দেশ্যাবলী, পরিকল্পনা এবং কর্মকাণ্ড সম্পর্কে বিস্তারিত ধারণা দেন। তারা এনআরবি ওয়ার্ল্ড-এর প্রকাশনা ‘বিজনেস আমেরিকা ম্যাগাজিন’ উপহার হিসেবে মহামান্য রাষ্ট্রপতির হাতে তুলে দেন। এসব প্রকাশনায় বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের সফলতার কথা রয়েছে। পাশপাশি বাংলাদেশের পেশাজীবী ও ব্যবসায়ীদের সফলতার কথাও রয়েছে।

মহামান্য রাষ্ট্রপতিকে জানানো হয় যে, এসব প্রকাশনা নিয়মিতভাবে বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশী এবং বাংলাদেশীরা নিয়মিতভাবে পেয়ে যান। তারা জানান, এই সংগঠনটি প্রতিষ্ঠার শুরু থেকেই দেশ ও প্রবাসের মধ্যে সেতুবন্ধন করে আসছে, একইসঙ্গে প্রবাসে বসবাসরত মেধাবী পেশাজীবী এবং উদ্যোক্তাদের দেশের উন্নয়নে যুক্ত করতেও তারা কাজ করছেন। তারা বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশি পেশাজীবী, ব্যবসায়ী ও উদ্দোক্তাদের একটি প্ল্যাটফর্মে আনার জন্য কাজও করছেন। তারা আনন্দের সাথে রাষ্ট্রপতিকে জানান যে, ইতোমধ্যে ৫০টিরও বেশি দেশের প্রায় কয়েক হাজার প্রবাসী ‘এনআরবি ওয়ার্ল্ড’ এর সদস্য হয়েছেন।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এনআরবি ওয়ার্ল্ড-এর প্রতিনিধিদলকে তাদের উদ্যোগ ও প্রচেষ্টার জন্য সাধুবাদ জানিয়ে দেশের উন্নয়নে আরও বেশি ভূমিকা রাখার জন্য তাদের প্রতি আহ্বান জানান। এই অনুষ্ঠানে এনআরবি ওয়ার্ল্ড প্রতিনিধি দলের পক্ষ থেকে আসন্ন ২৭ থেকে ২৯ ডিসেম্বর ২০২৪-এ সিঙ্গাপুরে অনুষ্ঠিতব্য ‘এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৪’-এ রাষ্ট্রপতিকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দেশের উন্নয়নে অবদান রাখার জন্য প্রবাসীদের মূল্যবান গাইডলাইন দেয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়।

এনআরবি ওয়ার্ল্ডের প্রেসিডেন্ট, বাংলাদেশ বিজনেস চেম্বার অব সিঙ্গাপুরের প্রেসিডেন্ট ও সাহিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সাহিদুজ্জামান টরিকের নেতৃতে ‘এনআরবিওয়ার্ল্ড’-এর প্রতিনিধি দলে আরও অংশগ্রহণ করেন, এনআরবি ওয়ার্ল্ডের উপদেষ্টা, ইউকেবিসিসিআই (ইউকে বাংলাদেশ ক্যাটালিস্টস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি) এর প্রতিষ্ঠাতা ও পরিচালক এবং এনআরবি ব্যাংক লিমিটেডের প্রথম চেয়ারম্যান, সিমার্ক গ্রুপ অব কোম্পানিজ এবং আইবিসি ও ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী ইকবাল আহমদ ওবিইডিবিএ, এনআরবি ওয়ার্ল্ডের উপদেষ্টা, ইউএস বাংলাদেশ গ্লোবাল চেম্বার অব কমার্সের চেয়ারম্যান, কোডার্স ট্রাস্টের সহ প্রতিষ্ঠাতা এবং, ইউটিসি অ্যাসোসিয়েটসের সিই আজিজ আহমেদ, এনআরবি ওয়ার্ল্ড এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, অস্ট্রেলিয়া বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি, মেক্সিম অস্ট্রেলিয়া পিটিওয়াই লিমিটেডঅলিভ গ্রোভ হলিডে রিসোর্ট ও গ্রীন ভ্যালি ক্যাটল ফার্ম এর ব্যবস্থাপনা পরিচালক অস্টেলিয়ান ইনস্টিটিউট অব টেকনিক্যাল এডুকেশন (এআইটিই) এর সিইও এম. মুরাদ ইউসুফ সিআইপি, এনআরবি ওয়ার্ল্ড এর ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন-ইউকে সভাপতি, গিনেস বুকে রেকর্ডধারী শেফ, ইউকেবিসিসিআই (ইউকে বাংলাদেশ ক্যাটালিস্টস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি) এর পরিচালক, এমডিসি এর প্রতিষ্ঠাতা ও সভাপতি অলি খান এমবিই এফআরএসএ, এনআরবি ওয়ার্ল্ড এর মহাসচিব বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুবাই, ইউএই এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আলশাদা ইঞ্জিনিয়ারিং স্টিল কনস্ট্রাক্টশন এলএলসি এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আইয়ুব আলী, এনআরবি ওয়ার্ল্ড সাপোর্ট ফোরাম এর চেয়ারম্যান, লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনালেল পিসিসি এবং সেকেন্ড জেনারেশন অ্যাম্বেসেডর, এমডি ৩১৫, বাংলাদেশ এবং বিএসবি ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপ প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান লায়ন এম কে বাশার পিএমজেএফ, এনআরবি ওয়ার্ল্ড এর কোষাধ্যক্ষ, Config VR Ges Config Rbot এর প্রতিষ্ঠাতা এবং সিলিকন ভ্যালি যুক্তরাষ্ট্রের সিইও, এনআরবি ওয়ার্ল্ড এর যুগ্ম মহাসচিব, , ইস্টার্ন ইনভেস্টমেন্ট এর প্রেসিডেন্ট, এনওয়াই, ইউএসএ রুদমীলা নওশীন নুরুল আজিম, এনআরবি ওয়ার্ল্ড এর ভাইস প্রেসিডেন্ট, বাংলাদেশ বিজনেস চেম্বার অব সিঙ্গাপুর এর সহসভাপতি, হিরা গ্লোরির সিইও, আমান ক্যাটারিং এর প্রতিষ্ঠাতা, গ্লোরি ট্রেডিং এবং মিনিমার্ট পিটিই লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, গ্লোরি রেস্তোরাঁ ও ক্যাটারিং পিটিই লিমিটেডের প্রতিষ্ঠাতা, কোনাবাড়ি ল্যাবএইড হাসপাতাল (কোনাবাড়ি, গাজীপুর, বাংলাদেশ) এর প্রতিষ্ঠাতা, এবং ইভাইন্ডাস্ট্রিজ লিমিটেড (কোনাবাড়ি, গাজীপুর, বাংলাদেশ) এর চেয়ারম্যান এম আর আমানুল ইসলাম (আমান), এনআরবি ওয়ার্ল্ড এর যুগ্ম মহাসচিব, অ্যাসেন্ড টেকনোলজি ইনকর্পোরেটেড এর প্রতিষ্ঠাতা এবং সিইও কাওসার জামাল, এনআরবি ওয়ার্ল্ড এর প্রতিষ্ঠাতা বিজনেস আমেরিকার ব্যবস্থাপনা সম্পাদক অর্থকণ্ঠ এর সম্পাদক ও প্রকাশক বিজনেস এশিয়ার প্রতিষ্ঠাতা ওয়াকটেক এর সিইও এনামুল হক এনাম।

এই অনুষ্ঠানে এনআরবি ওয়ার্ল্ড-এর পক্ষ থেকে জানানো হয় যে, তারা বাংলাদেশের ব্যবসা ও সার্বিক উন্নয়নে অবদান রাখতে চান। ইতোমধ্যে অনেকে এদেশের উন্নয়নে অবদান রেখে যাচ্ছেন। কিন্তু কেউ কেউ এখানে কাজ করতে এসে অসহযোগিতামলূক পরিস্থিতির শিকারও হয়েছেন। তারা বিশ্বাস করেন, এনআরবিরা অংশগ্রহণ করার মতো সহায়ক পরিবেশ পেলে বর্তমান সরকারের ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার পরিকল্পনা বাস্তবায়নের গতি ত্বরান্বিত হওয়ার মতো সুযোগ তৈরি হবে।

একইসঙ্গে এনআরবি ওয়ার্ল্ড-এর মাধ্যমে বিভিন্ন দেশের ব্যবসায়ীদের এদেশের ব্যবসার সম্ভাবনা এবং বিনিয়োগ পরিবেশ ও নীতিমালা সম্পর্কে সুস্পষ্ট ধারণা দেয়ার সুযোগ রয়েছে। কারণ এই সংগঠনের সকল সদস্য সংশ্লিষ্ট দেশে কোন না কোন পেশার সাথে জড়িত।

তারা বলেন, ‘আমরা বিশ্বের কাছে বাংলাদেশকে একটি ব্যবসাবান্ধব দেশ হিসেবে পরিচিত করাতে চাই’। তাই নীতিমালা ও নীতিমালার প্রয়োগে এ দেশে ব্যবসা পরিচালনা করতে আগ্রহী কেউ যেন কোন বিরূপ পরিবেশের মুখোমুখি না হন সেসব বিষয়ে তারা মহামান্য রাষ্ট্রপতির সুদৃষ্টি কামনা করেন।

তারা জানান যে, বর্তমানে বাংলাদেশের ব্যাংকগুলো বিভিন্ন দেশে বসবাসরত এনআরবিদের মাঝে ‘অফশোর ডিপোজিট’ উৎসাহিত করার জন্য সংশ্লিষ্ট দেশে ‘রোড শো’-এর আয়োজন করছে। তবে এনআরবি ওয়ার্ল্ড মনে করে যে, শুধু ’রোড শো’ আয়োজন করে পরিকল্পনামাফিক এ বিষয়ক উদ্যোগের লক্ষ্যমাত্রা অর্জন করা চ্যালেঞ্জের মুখে পড়তে পারে ।

এই উদ্যোগের সফলতা আনার জন্য প্রয়োজন সম্ভাব্য ডিপোজিটকারীদের এ কাজে উদ্বুদ্ধ করা। যার জন্য এ বিষয়ক কাজের নিয়মিত ফলোআপ রাখা দরকার। যেহেতু এই সংগঠনের বেশিরভাগ সদস্য একে অন্যের সাথে ব্যক্তিগত পরিচিত, তাই বাংলাদেশের ব্যাংকিং খাতের এই উদ্যোগ সফল করতে ‘এনআরবি ওয়ার্ল্ড’ যথাযথ ভূমিকা রাখতে পারে।

কাজেই এনআরবিদের মাঝে এ বিষয়ক সচেনতা তৈরি করা থেকে শুরু বাংলাদেশের ব্যাংকগুলোতে তাদের ডিপোজিট নিশ্চিত করা পর্যন্ত পুরো প্রক্রিয়ায় ‘এনআরবি ওয়ার্ল্ড’ কাজ করতে আগ্রহী।

এনআরবি ওয়ার্ল্ড-এর পক্ষ থেকে জানানো যে, তাদের বেশিরভাগেরই পরিবারের সদস্যরা এদেশে বসবাস করেন। এনআরবিরা তাদের এদেশে বসবাসরত সদস্যদের নিয়ে চিন্তামুক্ত থাকতে চান। এনআরবি ওয়ার্ল্ড এ বিষয়ে কাজ করার জন্য ‘এনআরবি ওয়ার্ল্ড সাপোর্ট ফোরাম’ চালু করেছে। যার মাধ্যমে এদেশে বসবাসরত সদস্যরা প্রয়োজনীয় সহায়তা পাবেন।

এছাড়াও বাংলাদেশে এনআরবিরা যাতে ঝামেলামুক্তভাবে অবস্থান করতে পারেন সেজন্য তাদের জন্য এনআরবি ওয়ার্ল্ড বিভিন্ন সেবা পরিচালনা করছে। এনআরবি ওয়ার্ল্ড সাপোর্ট ফোরাম যাতে এদেশে চাহিদামাফিক কাজ করতে পারে এজন্য সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের প্রয়োজনীয় সহযোগিতা তারা চান, এবিষয়ে একটি নির্দেশনা দেওয়ার জন্য তারা মহামান্য রাষ্ট্রপতিকে অনুরোধ করেন।

বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখায় এনআরবিদের ভূমিকা নিশ্চিত করা এবং নিজেদের মধ্যে শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলার লক্ষ্য নিয়ে ‘এনআরবি ওয়ার্ল্ড’ আসছে ২৭ থেকে ২৯ ডিসেম্বর ২০২৪ সিঙ্গাপুরে ‘এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৪’ আয়োজন করতে যাচ্ছে। যাতে বিশ্বের প্রায় ৫০টি দেশের এনআরবিরা অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে।

শত ব্যস্ততার মাঝেও তাদেরকে দেখা করার সুযোগ দেওয়া, তাদের বক্তব্য মনোযোগ সহকারে শুনা এবং ‘এনআরবি ওয়ার্ল্ড’কে আরও কার্যকর করার লক্ষ্যে মূল্যবান দিকনির্দেশনা দেওয়ার জন্য এনআরবি ওয়ার্ল্ড-এর প্রতিনিধিদলের সদস্যরা মহামান্য রাষ্ট্রপতিকে কৃতজ্ঞতা জানান।