দর্শনার কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিমের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

দামুড়হুদার দর্শনার কৃতি সন্তান দর্শনা কেরু এন্ড কোম্পানির অবসর প্রাপ্ত সিআইসি বীরমুক্তিযোদ্ধা রেজাউল করিম সবুর ইন্তেকাল (ইন্না-লিল্লাহ ওয়া ইন্না-লিল্লাহ রাজিউন) করেছেন।


রোববার (৭ জুলাই) সকাল সাড়ে ৭ টার দিকে ঢাকা স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।


বিকালে দর্শনা কলেজ মাঠে নামাজের জানাজা শেষে বেদনাবিধুর পরিবেশে দর্শনা পৌর কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তার দাফন সম্পন্ন করা হয়েছে।


বীরমুক্তিযোদ্ধা রেজাউল করিম সবুরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকস্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন চুয়াডাঙ্গা ২ আসনের সাংসদ হাজী মোঃ আলী আজগার টগর । বীরমুক্তিযোদ্ধা সবুর দর্শনার দীনহাম্মদ মল্লিকের ছেলে।


পরিবারসুত্রে জানা গেছে, তিনি বেশ কয়েকদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন। দুপুরে নিজ বাড়িতে লাশ এসে পৌঁছালে দেখা যায় হৃদয়বিদারক দৃশ্য। শোকাহত পরিবারের আহাজারিতে ভারি হয়ে উঠে সেখানেকার পরিবেশ।
বীরমুক্তিযোদ্ধার মৃত্যুতে দর্শনাজুড়ে চলছে শোকের মাতম।

রোববার (৭ জুলাই) বিকালে প্রথমে চুয়াডাঙ্গা ২ আসনের সাংসদ হাজী মোঃ আলী আজগার টগর, দর্শনা পৌর মেয়র আতিয়ার রহমান হাবু, দর্শনা নাগরিক কমিটির সদস্য সচিব গোলাম ফারুক আরিফ ফুল দিয়ে শ্রদ্ধা জানান।


প্রশাসনের পক্ষে থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দামুড়হুদা উপজেলা নির্বাহি অফিসার রোকসনা মিতা, এরপর পরিবারের সদস্যদের সমবেদনা জানান। দর্শনা থানা পুলিশ পরিদর্শক (ওসি) বিপ্লব কুমার শাহ, এছাড়াও সেখানে তাকে তার সহযোদ্ধারা শ্রদ্ধা জানান।


এছাড়াও উপস্তিত ছিলেন দর্শনার সর্বস্তরের ব্যাক্তিবর্গ। পরে চুয়াডাঙ্গা পুলিশ লাইনের একদল চৌকস পুলিশ তাকে গার্ড অব অনার প্রদান করেন।


বিকালে নামাজের জানাজা শেষে বেদনাবিধুর পরিবেশে দর্শনা পৌর কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তার দাফন সম্পুর্ন করা হয়। মৃত্যুকালে স্ত্রী, ছেলে মেয়েসহ অসংখ্য গুনগ্রহী রেখে গিয়েছেন। তিনি সিপিবি ছাত্র ইউনিয়নের যৌথ গেরিলা বাহিনীর সাহসী যোদ্ধা ষাটের দশকের তুখোড় ছাত্র নেতা ছিলেন।