সারাদেশে সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রার মহোৎসব শুরু

চুয়াডাঙ্গা মেহেরপুরসহ সারাদেশে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের ১০ম রথযাত্রা মহোৎসব উপলক্ষে দুটি বর্ণাঢ্য র‌্যালি শহর প্রদক্ষিণ করে। একটি ইসকনদের এবং একটি ব্রাক্ষণদের।

রবিবার (৭ জুলাই) বিকেল সাড়ে ৫টায় চুয়াডাঙ্গা শহরের শহীদ হাসান চত্বর থেকে শুরু হয় রথযাত্রা। শহর প্রদক্ষিণ শেষে ইসকনদের রথযাত্রা শেষ হয় ফেরিঘাট রোডের শ্রী শ্রী সত্য নারায়ণ মন্দিরে। এবং ব্রাক্ষণদের রথযাত্রা শেষ হয় চুয়াডাঙ্গা পুলিশ লাইনের বিন্দাবন পাড়ার রাধাকৃষ্ণের মন্দিরে।

আগামী ১৫ জুলাই উল্টো রথযাত্রার মধ্য দিয়ে শেষ হবে এ উৎসব। রথযাত্রা উৎসব উপলক্ষে ৮ দিন ব্যাপি থাকবে নানা আনুষ্ঠানিকতা। এর মধ্যে রয়েছে কীর্তন মেলা, ভজন সঙ্গীত অনুষ্ঠান, আলোচনা সভা, ভোগ আরতি, বৈদিক কুইজ, ভাগবাত পাঠ, লীলামৃত পাঠ, সন্ধ্যা আরতি ও মহাপ্রসাদ বিতরণ।

রবিবার (৭ জুলাই) বিকেল সাড়ে ৫ টার দিকে ইসকনদের রথযাত্রা উদযাপন কমিটির সদস্য ও শ্রী শ্রী সত্য নারায়ন মন্দির কমিটির সদস্য সুরেশ কুমার আগারওয়ালার নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শ্রী শ্রী সত্য নারায়ন মন্দিরে গিয়ে শেষ হয়। রথযাত্রা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীরা রথী হিসেবে সানন্দে অংশগ্রহণ করেন। মুখরিত হয়ে ওঠে রথের মেলাস্থল।

অন্যান্যের মধ্যে ইসকন দের রথযাত্রায় অংশ নেন শ্রী শ্রী সত্য নারায়ন মন্দির কমিটির সদস্য কিশোর কুমার আগারওয়ালা, কিশোর কুমার কুন্ডু, কার্তিক কর্মকার, অমরেশ গোপালদাস, এবং প্রধান পুরোহিত পান্না লাল ত্রিদেবী। অপরদিকে ব্রাক্ষনদের রথযাত্রায় জেলা রথযাত্রা উদযাপন কমিটির পরিচালক নির্মল মিশ্র এর পরিচালনায় বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুলিশ লাইনের রাধাকৃষ্ণ মন্দিরে গিয়ে শেষ হয়। অন্যান্যদের মধ্যে অংশ গ্রহন করেন শ্রী লক্ষ্মণ সর্দার, মোহন সর্দার, শিমান সর্দার, সাগর সর্দার ও মিঠু সর্দার প্রমুখ।

আলমডাঙ্গা অফিস জানায়, আলমডাঙ্গায় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব শুরু হয়েছে। রবিবার বিলাল ৪ টায় আলমডাঙ্গা রথযাত্রা উৎযাপন কমিটি কর্তৃক রথতলা প্রাঙ্গণ থেকে রথযাত্রা শুরু হয়ে আলমডাঙ্গা চারতলার মোড় শ্রী শ্রী সত্যনারায়ণ মন্দির প্রাঙ্গণে জমায়েত হয়।

রথযাত্রা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার চুয়াডাঙ্গা (সদর সার্কেল) আনিসুজ্জামান লালন, উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাস, পৌর মেয়র হাসান কাদির গনু, আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ গনি মিয়া, তদন্ত কর্মকর্তা আবু সাইদ, রথযাত্রা উৎযাপন কমিটির সভাপতি শুশীল কুমার ভৌতিকা, সেক্রেটারী নয়ন সরকারসহ অন্যান্য সদস্যরা।

শুভ রথযাত্রা উপলক্ষে আলমডাঙ্গার রথযাত্রা উৎযাপন কমিটি কর্তৃক বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে। এর মধ্য রয়েছে হরিনাম সংকীর্তন, বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় অগ্নিহোত্র যজ্ঞ, মহাপ্রসাদ বিতরণসহ ইত্যাদি।

মেহেরপুর অফিস জানায়, মেহেরপুর হরিসভা থেকে রথযাত্রা শুরু হয়, হিন্দু ধর্মের সকল নারী পুরুষ ও শিশুরা আনন্দ উৎসবমুখর পরিবেশে বাদ্য বাজনার তালে তালে, মহিলা কলেজ মোড় থেকে শুরু করে নায়েব বাড়ি মন্দির হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে, পুনরায় হরিসভায় এসে পুরোহিতের কর্মযজ্ঞের মধ্যে দিয়ে তাদের এই রথযাত্রা সমাপ্তি ঘোষনা করে।

সনাতন ধর্মাবলম্বীদের কাছে রথযাত্রা বিভিন্ন নামে পরিচিত। পুরীর জগন্নাথ দেবের মন্দির থেকে জগন্নাথ দেবের রথযাত্রার প্রচলন হয়। বাংলাদেশেও রথযাত্রা হিন্দুদের একটি পবিত্র উৎসব। ভারতের ওড়িষ্যা রাজ্যের যশোমাধবের রথযাত্রা ও মহেশের জগন্নাথ দেবের রথযাত্রাও উপমহাদেশ বিখ্যাত। ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে রথযাত্রার ব্যাপক প্রচলন রয়েছে।