মেহেরপুরে দুঃস্থ্য ও অসহায় পরিবারের মাঝে ব্ল্যাক বেঙ্গল ছাগী বিতরণ

মেহেরপুরের মুজিবনগরে গ্রাম দরিদ্র মুক্ত প্রকল্পের আওতায় সোনাপুর মাঝপাড়া গ্রামের দুঃস্থ্য অসহায় পরিবারের মধ্যে ব্ল্যাক বেঙ্গল ছাগী বিতরণ করা হয়েছে।

বুধবার (১০ জুলাই) সকাল সাড়ে ১১ টার দিকে সোনাপুর মাঝপাড়া আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ) এর অর্থায়নে এবং পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতি (পিএসকেএস) বাস্তবায়নে, গ্রামের ২১ টি পরিবারের মাঝে ২ টি করে ৪২টি ব্ল্যাক বেঙ্গল ছাগী বিতরণ করা হয়।

আরো পড়ুন=>> আলমডাঙ্গায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

ছাগল বিতরণ অনুষ্ঠানে পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতির পরিচালক কামরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছাগল বিতরণের উদ্বোধন করেন, মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার খাইরুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ হারিছুল আবিদ, মাঝপাড়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক রূপ ছবি বিশ্বাস। প্রথম পর্যায়ে ৩৫ টি পরিবারের মধ্যে ৭০ টি ছাগল বিতরণ করা হবে।

এ ছাড়াও উপস্থিত ছিলেন, পলাশীপাড়া সমাজকল্যাণ সমিতির মোনাখালী ব্রাঞ্চের সমৃদ্ধ কর্মসূচি সমন্বয়কারী হাসানুজ্জামানসহ পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতির মোনাখালী ব্রাঞ্চের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

ছাগল বিতরণের আগে উপকার ভোগী পরিবারের সদস্যদের নিয়ে ছাগল পালন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়,প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: হারিছুল আবিদ।