চুয়াডাঙ্গার ঘোড়ামারা ব্রীজের নিকট সড়ক দুর্ঘটনা

মুদি ব্যবসায়ীর মৃত্যু, যুবলীগ নেতা আহত

আলমডাঙ্গা থেকে চুয়াডাঙ্গা যাওয়ার পথে কুকুরের ধাক্কায় দ্রুতগতির মোটরসাইকেল থেকে সড়কের ওপর ছিটকে পড়ে আলমডাঙ্গা এরশাদ পুরের মৃত খয়বার আলীর ৪র্থ পুত্র ইদ্রিস আলী (৪০) নামের এক মুদি ব্যবসায়ী নিহত হয়েছেন। আহত হয়েছেন জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য ও আলমডাঙ্গা উপজেলার যুবলীগের সাবেক যুগ্ম-আহবায়ক সাজ্জাদুল ইসলাম স্বপন (৫২)। বৃহস্পতিবার (১১ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা আঞ্চলিক সড়কের ঘোড়ামারা ব্রীজের সন্নিকটে এ দুর্ঘটনাটি ঘটে।

আরো পড়ুন=>> জীবননগর সীমান্ত ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

স্থানীয় ও পরিবার জানায়, নিহত ইদ্রিস আলী বৃহস্পতিবার সকালে চুয়াডাঙ্গা কোর্টে কাজের জন্য তার সঙ্গে আলমডাঙ্গা থেকে মোটরসাইকেল যোগে চুয়াডাঙ্গায় যাচ্ছিল। তার সাথে ছিলো জেলা যুবলীগের সাবেক যুগ্ন-আহবায়ক সাজ্জাদুল ইসলাম স্বপন (৫১) সড়কের ওপর বেশ কয়েকটি কুকুর কামড়াকামড়ি করছিল। হঠাৎ করে একটি কুকুর দৌঁড়ে এসে তাদের মোটরসাইকেলের সঙ্গে সজোরে ধাক্কা মারলে, তার পিছনে বসা ইদ্রিস আলী ছিঁটকে সড়কের ওপর আছড়ে পড়ে।

এ সময় তার মাথা ফেটে যায়। স্থানীয়রা তাদের দু’জনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসে। সেখান থেকে মারাত্বক আহত অবস্থায় ইদ্রিস আলীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। তাকে নিয়ে যাবার পথে বেলা দেড়টার দিকে কুষ্টিয়ায় তিনি মারা যান।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক বলেন, আহত অবস্থায় দু’জনকে আনা হয়। আহত স্বপনকে চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয় এবং মারাত্বক আহত অবস্থায় ইদ্রিস আলীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।