যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত

যশোরের বাঘারপাড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। শুক্রবার (১২জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে যশোর-নড়াইল মহাসড়কে ট্রাকচাপায় একজন ও ১০টার দিকে একই সড়কে দুই পিকআপ ভ্যানের সংঘর্ষে একজন মারা যান।

নিহতরা হলেন- উপজেলার দক্ষিণ শ্রীরামপুর এলাকার বাসিন্দা মো. সিদ্দিক (৫৫) শেখ। নিহত অন্যজনের পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন সকাল সাড়ে ৮টার দিকে নড়াইল থেকে ছেড়ে আসা যশোরগামী বেপরোয়া গতির একটি ট্রাক বাঘারপাড়া উপজেলার যশোর- নড়াইল মহাসড়কের দক্ষিণ শ্রীরামপুর সাবেক ইউপি চেয়ারম্যান সাঈদ সরদারের বাড়ির সামনে এসে রাস্তার পাশে ছিটকে পড়ে।

আরো পড়ুন=>> প্রধানমন্ত্রীর সাথে দিলীপ কুমারের নানা আলোচনা

এ সময় কয়েকজন মৎস্যজীবীকে চাপা দিলে ঘটনাস্থলেই নিহত হন সিদ্দিক শেখ। এ ঘটনায় আহত হয়েছেন দক্ষিণ শ্রীরামপুর গ্রামের মো. মোস্তাক হোসেনের ছেলে মো. সুফিয়ান (২০), আক্কাচ মোল্যার ছেলে সাহিদুল (১৮), বারিক মোল্লার ছেলে আব্দুল মজিদ (৪৮), জালাল মোল্লার ছেলে কবির (৩৫)। আহতদের দ্রুত উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে পাঠানো হয়।

এ ছাড়া সকাল ১০টার দিকে যশোর-নড়াইল সড়কের করিমপুর ঈদগাহর সামনে মাছ ও মুরগির পিকআপের মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি মারা যান। নিহত ওই ব্যক্তি মুরগির পিকআপ থেকে ছিটকে পড়েন। এই ঘটনায় আহত হয়েছেন আরো দুজন। তাদের ২৫০ শয্যাবিশিষ্ট যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে স্থানীয়রা জানান।

বাঘারপাড়া ফায়ার স্টেশনের কর্মকর্তা রবিউল ইসলাম জানান, দুটি দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ পরিচালনা করা হয়। দক্ষিণ শ্রীরামপুরে দুর্ঘটনাকবলিত ট্রাকের ড্রাইভার ও হেলপার পালিয়ে গেছে।