যশোরে শ্রমিকলীগ’র দু’গ্রুপের পাল্টাপাল্টি সম্মেলন

যশোর জেলা শ্রমিকলীগ’র দু’গ্রুপের পাল্টাপাল্টি সম্মেলন’র ডাকে নেতাকর্মীদের মাঝে উত্তেজনা বিরাজ করছে। জেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন ও সাধারন সম্পাদক সাবেক এমপি শাহিন চাকলাদার সমর্থিত গ্রুপ সম্মেলন ডেকেছে জেলা পরিষদ মিলনায়তনে।

এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে শ্রমিকলীগ’র কেন্দ্রীয় সভাপতি নুর কুতুব আলম মান্নান ও প্রধান বক্তা হিসেবে কেন্দ্রীয় সাধারন সম্পাদক কে এম আযম খসরু উপস্থিত থাকবেন বলে জানা গেছে।কয়েকদিন ধরে এমন প্রচার প্রচারণা করা হচ্ছে।

অন্যদিকে, যশোর – ৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহম্মেদ সমর্থিত গ্রুপের পাল্টা সম্মেলন পৌর কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হবে। কোন রকম প্রচার প্রচারণা ছাড়াই শুক্রবার (১২ জুলাই) রাতে জেলা শ্রমিকলীগ’র সাধারন সম্পাদক নাছির উদ্দিন শনিবার পাল্টা সম্মেলন হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছেন।

আরো পড়ুন=>> জীবননগরে গৃহবধুর রহস্যজনক মৃত্যু : স্বামী আটক

তিনি বিজ্ঞপ্ততে উল্লেখ করেছেন শনিবার যশোর পৌর কমিউনিটি সেন্টারে বিকেল ৩ টার সময় জেলা শ্রমিকলীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শ্রমিকলীগ’র কেন্দ্রীয় সহ-সভাপতি তোফায়েল আহমেদ।

এর আগে নাসির উদ্দিন যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে দাবি করেন, আমরা কেউই জানিনা ১৩ জুলাই যশোর জেলা কমিটির সম্মেলন অনুষ্ঠিত হবে।

তিনি সম্মেলন পেছানোর দাবি জানিয়েছিলেন। তার দাবি উপক্ষো করে আজকের জেলা পরিষদ মিলনায়তনে সম্মেলনের প্রস্তুতি ও প্রচারণা চলতে থাকায় তিনি কেন্দ্র যোগাযোগ করে পৌর কমিউনিটি সেন্টারে পৃথক সম্মেলনের ডাক দিয়েছেন।

যশোর জেলা শ্রমিকলীগ’র দু’গ্রুপের পাল্টাপাল্টি সম্মেলনের বিষয়ে আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন বলেন, কেন্দ্রীয় শ্রমিকলীগের সভাপতি ও সাধারন সম্পাদক যে সম্মেলনে আসছেন সেই সম্মেলনই বৈধ সম্মেলন। এরাই নিয়ম মেনে সম্মেলন করেছেন।

এদিকে, যশোর জেলা শ্রমিকলীগের দু’পক্ষের পাল্টাপাল্টি সম্মেলনকে কেন্দ্র করে কর্মীদের মাঝে তুমুল উত্তেজনা বিরাজ করছে। তবে আওয়ামীলীগ’র নেতাকর্মীরা শেষাবধি কি হয় সেটি দেখার অপেক্ষায় রয়েছেন বলে জানান।