আলমডাঙ্গার খাদিমপুরে জমি কিনেও দখল নিতে পাচ্ছেন না উজ্জ্বল বিশ্বাস

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা খাদিমপুর গ্রামে জমি কিনেও দখল নিতে পারছেন না উজ্জ্বল বিশ্বাস নামের এক ব্যক্তি। জমি দখল নিতে গেলে উজ্জল বিশ্বাসের উপর প্রাণনাশের হুমকি আসে। আর তাই জমি পুণরুদ্ধারের ব্যাপারে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন উজ্জ্বল বিশ্বাস। অভিযোগের বিষয়ে তদন্ত পূর্বক প্রতিবেদন দেয়ার জন্য আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দেয়া হয়েছে বলে জানা যায়।

অভিযোগ পত্রের সূত্রে জানা গেছে, ক্রয়সূত্রে খাদিমপুরে গ্রামে দুই দাগে দুই দশমিক তেইশ ও সাত দশমিক শূন্য সাত শতক জমির মালিক উজ্জল বিশ্বাস। জমি কেনার পর তিনি নামজারি করে ভূমি উন্নয়ন কর পরিশোধও করেন।

তারপরও খাদিমপুর গ্রামের মৃত আকু বিশ্বাসের স্ত্রী নাসিমা খাতুন ওই জমি উজ্জ্বল বিশ্বাসকে দখল নিতে দিচ্ছেন না। জমি দখল নিতে গেলে নাসিমা খাতুন তার লোকজন দিয়ে উজ্জ্বল বিশ্বাসকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়।

আরো পড়ুন=>> কোটা সংস্কারের দাবিতে রাষ্ট্রপতি বারবার স্মারকলিপি দিল চুয়াডাঙ্গার শিক্ষার্থীরা

এমন অবস্থায় জমির দখল নিতে না পেরে উজ্জ্বল বিশ্বাস চুয়াডাঙ্গা জেলা প্রশাসক বরাবর তার জমি ফিরে পাওয়ার জন্য আবেদন করে। ফলে উজ্জ্বল বিশ্বাসের আবেদনের প্রেক্ষিতে গত ২০ মার্চ চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের পক্ষ থেকে রেভিনিউ ডেপুটি কালেক্টর শেখ রাসেল স্বাক্ষরিত একটি পত্র আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বরাবর পাঠিয়েছেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসারকে বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা নেয়ার জন্য অনুরোধ করা হয়।

এবিষয় কথা হয় চুয়াডাঙ্গা আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাস বলেন, ক্রয়সূত্রে জমির মালিক উজ্জল বিশ্বাস জমি দখল করতে পারছে না এই নিয়ে আমার বরাবর একটা আবেদন এসেছে।

এই আবেদনের প্রেক্ষিতে উজ্জল বিশ্বাসকে বলা হয়েছে নাসিমা খাতুনের বিরোদ্ধে আলমডাঙ্গা থানায় একটা সাধারণ অভিযোগ বিষয়ে আবেদন করার জন্য জানানো হয়েছে। এরপর আইন অনুযায়ী ক্রয়সূত্রে জমির মালিক উজ্জলের জমি পুণরুদ্ধারে যা করণীয় তা করা হবে।