চুয়াডাঙ্গায় মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস পালিত

‘মাদকের আগ্রাসন দৃশ্যমান প্রতিরোধই সমাধান’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসক ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে রবিবার (১৪ জুলােই) সকাল সাড়ে ৯ টার সময় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক গুলো প্রদর্শন করে জেলা প্রসাশকের কার্যালয়ে এসে শেষ হয়।

এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানের সভাপত্বিত করেন মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রসাশক (সার্বিক), চুয়াডাঙ্গা।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা । বিশেষ অতিথি ছিলেন, চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার আরএম ফায়জুর রহমান (পিপিএম সেবা), চুয়াডাঙ্গা সদর হাসপাতালে বক্ষব্যাধিক কনসালটেন্ট ডা: ফাতেহ আকরাম দোলন, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক শিরিন আক্তার প্রমুখ।

আরো পড়ুন=>> আলমডাঙ্গার খাদিমপুরে জমি কিনেও দখল নিতে পাচ্ছেন না উজ্জ্বল বিশ্বাস

প্রধান অতিথি বক্তব্যে শুরুতে বলেন, মাদক গ্রহণ করা একটি অনৈতিক কাজ এবং মাদক পাচার করাও অনৈতিক কাজ। সুতরাং আমরা সকলে মাদক কে না বলি, মাদক সেবন থেকে দূরে থাকি। পৃথিবীতে জন্ম নেবার পর হাঁটি-হাঁটি পা-পা করে মানুষ বড় হয়। বড় হয়ে ওঠার মাঝেই অনেক শিশুর পরিবর্তনও লক্ষণীয়।

লক্ষ্য করা যায় শিশুরা ১৫ থেকে ১৮ মাস বয়সেই কিছু বুঝেতে পারে। এ সময় শিশুকে কিছু জিজ্ঞেস করলে শিশু মাথা নেড়ে জবাব দেয় । এভাবে এক সময় শৈশব থেকে কৈশোর, কৈশোর থেকে যুবক। তারপর বৃদ্ধ হয়ে চলে যাবার পালা, মানে মৃত্যু। এভাবেই চলে আসছে স্রষ্টার প্রকৃত নিয়ম।

এই নিয়মের ব্যতিক্রম কোনও দিন হয়নি, আর হবেও না। এই নিয়মের মাপকাঠিতেই মানুষের বেঁচে থাকতে হয়। আর কর্মফলের ওপর নির্ভর করেই মানুষের কর্মফল ভোগ করতে হয়।

এছাড়াও উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান মঞ্জু, চুয়াডাঙ্গা পৌর মেয়র জাহাঙ্গীর আলম মালিক খোকন, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সিদ্দিকুর রহমানসহ সরকারি দপ্তরের দপ্তর প্রধানগণ। আলোচনা সভা শেষে দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।