চুয়াডাঙ্গায় জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে পুরস্কার বিতরণ

চুয়াডাঙ্গায় জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। জেলা শিক্ষা অফিসের আয়োজনে সোমবার (১৫ জুলাই) বিকাল ৩ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন বিষয়ে অংশগ্রহণকারী চুয়াডাঙ্গা জেলার কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আতাউর রহমান, জেলা শিক্ষা অফিসার, চুয়াডাঙ্গা। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গার জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রতি বছরের ন্যায় এ বছরও নানা অনুষ্ঠানের মাধ্যমে জেলা শিক্ষা সপ্তাহ উদ্যাপিত হয়েছে । আমাদের যেসব প্রতিষ্ঠানে ডিজিটাল মাধ্যম রয়েছে। সেখানে মুজিববর্ষের বিভিন্ন দিক তুলে ধরা হবে।

আরো পড়ুন=>> কুমারখালীতে বন্ধুর স্ত্রীর সঙ্গে পরকীয়া, বন্ধুকে খুন

তিনি বলেন, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা সপ্তাহকে ঘিরে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাকদের সচেতনতায় ও আনন্দ দিতে নানা ধরনের আয়োজন করা হয়েছে। যেসব বিদ্যালয়ে মাল্টিমিডিয়া ক্লাসরুম রয়েছে। সেখানে মিনা কার্টুন ও নানা ধরনের শিক্ষামূলক প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে।

প্রধান অতিথি বক্তব্যে আরও বলেন, প্রাথমিক বিদ্যালয়ের শতভাগ শিক্ষার্থী ভর্তি এবং শিক্ষার্থীদের বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতির বিষয়টিকে গুরুত্ব সহকারে প্রচার করা হবে। শিক্ষার্থীদের ঝরে পড়া রোধের বিষয়টি বিশেষ গুরুত্ব পাবে। এ সংক্রান্ত ব্যানার-ফেস্টুনসহ নানা প্রচার-প্রচারণাও চালানো হবে।

এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর এম ফয়জুর রহমান, পিপিএম-সেবা, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা, শারমিন আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কবীর হোসেন, চুয়াডাঙ্গা পৌর মেয়র জাহাঙ্গীর আলম মালিক খোকন, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সিদ্দিকুর রহমান প্রমুখ। এসময় আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের কর্মকর্তাসহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষকবৃন্দ।