আলমডাঙ্গায় ফুটপাত দখল ও যত্রতত্র পার্কিংয়ের ভোগান্তি চরমে

ফুটপাত দখল ও যত্রতত্র পার্কিংয়ের কারণে আলমডাঙ্গা শহর চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। এগুলো নিয়ন্ত্রণের মূল দায়িত্বে থাকা প্রতিষ্ঠান আলমডাঙ্গা পৌরসভা মেয়রের মালিকানাধীন ভবনের সামনের ফুটপাত দখলের পাশাপাশি প্রধান সড়কের বিভিন্ন জায়গায় রাস্তাতেও অস্থায়ী দোকান স্থাপন সহ বাজারের অধিকাংশ ফুটপাত দখল ও যত্রতত্র বৈধ ও অবৈধ যানবাহন পার্কিংয়ের সব থেকে বড় ভুক্তভোগী কোমলমতি শিক্ষার্থীরা। স্কুল শুরু এবং ছুটির সময় শিক্ষার্থীদের চরম ভোগান্তিতে পড়তে হয়।

আরো পড়ুন=>> আলমডাঙ্গা উপজেলা লিগ্যাল এইড- প্রতিবন্ধী সুরক্ষা কমিটির সমন্বয়সভা

সরেজমিন ঘুরে দেখা গেছে, ফুটপাত দখল ও বিভিন্ন ডেলিভারি ভ্যান, পাখিভ্যান, মোটরসাইকেল পার্কিংয়ের কারণে এক দিকে প্রধান সড়কের পোস্ট অফিসের সামনে থেকে শুরু করে চারতলা মোড় হয়ে হাফিজ মোড় পর্যন্ত অপরদিকে আলিফউদ্দিন রোড হয়ে কাপড়পট্টি, তহবাজার, মাছ-মাংসের বাজারসহ প্রায় সকল এলাকায় সারাদিন জ্যাম লেগে থাকা ও হাঁটার জায়গা না থাকায় চলাচল অত্যন্ত দূরুহ হয়ে পড়ে।

ঔষধ কিনতে আসা কলেজপাড়ার এক নারী ও বাজার করতে আসা থানাপাড়ার অবসরপ্রাপ্ত এক শিক্ষক অভিযোগ করে বলেন হেঁটে বাজারে আসার অবস্থা না থাকায় প্রতিবার টাকা খরচ করে ভ্যান ভাড়া নিয়ে আসাযাওয়া আমাদের জন্য মরার উপর খাড়ার ঘা’ এর মত অবস্থা। শহরের অলি-গলি নোংরা, আগাছা-জঙ্গলে পরিপূর্ণ হওয়ায় রাতে ঘর থেকে বের হওয়া ঝুকিপূর্ণের পাশাপাশি ড্রেনের পানি উপচে রাস্তায় আসায় ডায়রিয়া, আমাশয়সহ নানা চর্মরোগের ঝুকিতো রয়েছেন বসবাসকারীরা। শহরের সর্বত্র একই চিত্র দেখা গেলেও অদ্যবধি পৌরসভা, প্রশাসন, ব্যবসায়ী সমিতি কিংবা সচেতন সমাজ কোন পক্ষেরই ন্যুনতম কোন কর্মসূচী চোখে পড়ে না।

দ্রুততম সময়ের মধ্যে ফুটপাত দখলমুক্ত, পৌরসভার লাইসেন্স ব্যাতীত পাখিভ্যান শহরে প্রবেশ বন্ধকরণ, রাত ৮ টার আগে ডেলিভারি ভ্যান বড় গাড়ি প্রবেশ বন্ধসহ সকল মহল্লায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার মাধ্যমে স্বচ্ছন্দে ও নির্ভয়ে রাস্তায় চলাচলের ব্যবস্থা করা পৌরবাসীর এখনকার অন্যতম দাবী এবং এ দাবী বাস্তবায়নে সংশ্লিষ্টদের প্রতি জোর দাবী জানিয়েছে এলাকাবাসি।