উর্ধ্বমুখী মেহেরপুরের সবজি বাজার

কারফিউ এর প্রভাবে মেহেরপুরের কাঁচাবাজারে নিত্য প্রয়োজনীয় সবজি দ্রব্যাদির দাম উর্ধ্বমুখী। বৃহস্পতিবার (২৫ জুলাই) মেহেরপুর বড়বাজারে কাঁচা বাজারে ঘুরে দেখা যায়, প্রায় প্রতিটি সবজি দাম ৫-১০ টাকা বেড়েছে। আলুর দাম গত সপ্তাহের তুলনায় কেজি প্রতি খুচরা ৫ টাকা ও পেঁয়াজ কেজি প্রতি ৫-৮ টাকা বেড়েছে। এসব পেঁয়াজ বাজারে বিক্রি হচ্ছে সাত টাকা করে বেশি দরে ১১০ টাকায়। প্রতি কেজি আলু খুচরা বিক্রি হচ্ছে ৫৫ টাকা কেজি দরে। রসুনের দাম গত সপ্তাহের তুলনায় ১০ টাকা বৃদ্ধি পেয়েছে।

প্রতি কেজি দেশি রসুন খুচরা বিক্রি হচ্ছে ১৮০ টাকা, ইন্ডিয়ান রসুন ১৫০ টাকা। বাজারে কাঁচা ঝালের দাম নিম্নমুখী। ২৮০ টাকা কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ২৪০ টাকায়। গত সপ্তাহের তুলনায় ২০ টাকা বেড়ে প্রতি কেজি আদা খুচরা বিক্রি হচ্ছে ৩০০ টাকা দরে। মেহেরপুর কাঁচা বাজারের বিক্রেতা জব্বার জানান, গত ৪ দিন কারফিউ থাকায় গাড়ি চলাচলে বিঘ্ন ঘটায় কাঁচাবাজারে দাম কিছুটা বেড়েছে, অনেক সবজির দামে নরন-চরন নেই। কেজি দরে সর্বোচ্চ ৫ থেকে ১০ টাকা বেড়েছে কচু এবং বেগুনের। আগামী দিনে কমতে পারে বলেও জানান তিনি।

আরো পড়ুন=>> নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে শিক্ষামন্ত্রী

সবজির বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি পটল খুচরা বিক্রি হচ্ছে ৩০ টাকা, গোল বেগুন ৪০ টাকা, শীতের সবজি ফুলকপি ৪০ টাকা, গাজর ৩ শত টাকা, পালন শাক ৬০ টাকা, মূলা ৩০ টাকা, পেঁপে ৪০ টাকা, মিষ্টি কুমড়া ৩০ টাকা, কাঁচ কলা ৬০ টাকা, শোঁশা ৪০ টাকা,লেবু হালি হিসেবে ১০ টাকা দরে বিক্রি হচ্ছে।

মাছ-মাংসের বাজারে কারফিউ এর তেমন কোনো প্রভাব পড়ে নি। স্থিতিশীল রয়েছে সব ধরনের মাছ ও মাংসের দাম। মাছ ও মাংসের বাজার ঘুরে দেখা গেছে, ইলিশ মাছ বিক্রি করা হচ্ছে ১৫ শত টাকা কেজি দরে। তেলাপিয়া মাছ বিক্রি হচ্ছে ২ শত টাকা কেজি দরে। বাজারে সোনালী মুরগি কেজি দরে বিক্রি হচ্ছে ২৭০ টাকায়। পাকিস্তান মুরগি বিক্রি হচ্ছে ৩ শত টাকায়।

এছাড়াও গরুর মাংস ৭৫০ টাকায় এবং ছাগলের মাংস ১ হাজার টাকায় বিক্রি হচ্ছে চলতি সপ্তাহে। কাঁচা বাজার করতে আসা মেহেরপুর শহরের রং মিস্ত্রী আশরাফুল ইসলাম বলেন, গত কিছুদিনের তুলনায় সবজির দাম এই সপ্তাহে কিছুটা বেশি। মাছ-মাংসের দামে নরন-চরন নেই। মোসলেম উদ্দিন বলেন, বাজারের সবকিছুই দাম কিছুটা বেড়েছে। কিন্তু কিছু কিছু সবজির দাম গত সপ্তাহের থেকে ১০-২০ টাকা বৃদ্ধি পেয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *