জীবননগরে অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

সাধারণ শিক্ষার্থীদের ঢাল হিসেবে ব্যবহার করে বিএনপি, জামাত-শিবির ধ্বংসলীলায় মেতে উঠেছিলো :এমপি টগর

সারাদেশে চলমান কারফিউর মধ্যে অসহায় মানুষের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নির্দেশে অসহায় মানুষের মাঝে বিনামূল্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগার টগর। শনিবার (২৭ জুলাই) সকাল ১১ টায় জীবননগর উপজেলা হলরুমে পৌরসভার ৩ শতাধিক অসহায় পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

খাদ্য সামগ্রী বিতরণের আগে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সাংসদ সদস্য হাজী আলী আজগার টগর।প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘বিএনপি, জামাত-শিবির কতৃক সারাদেশে আগুন সন্ত্রাস নৈরাজ্য করে আজ একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করেছে। পিছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার লোভে তারা সাধারণ শিক্ষার্থীদের ঢাল হিসেবে ব্যবহার করে ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালিয়েছে’।

জীবননগর পৌর আওয়ামী লীগের সভাপতি সেকেন্দার আলী মিয়ার সভাপতিত্বে তিনি আরও বলেন, ২০১৮ সালে কোটা আন্দোলনের পর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা বাতিল করে দিয়েছিল।সেই সময় মেধার ভিত্তিতে চাকরিতে নিয়োগ হচ্ছিল। এরমধ্যে মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানেরা হাইকোর্টে একটি রিট দাখিল করে।

আরো পড়ুন=>> হত্যা মামলার আসামিকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার

সরকার কিন্তু করেনি মুক্তিযোদ্ধা পরিবরের সন্তানেরা করেছিলো।মহামান্য হাইকোর্ট তখন কোটা সংস্কার করেছিলো।কোটা সংস্কার নিয়ে মহামান্য হাইকোর্টে মামলা চলমান রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেছেন তোমরা ক্লাসে ফিরে যাও।আগামী ৭ তারিখে আদালতে রায় দেবে আমার বিশ্বাস তোমরা উচ্চ আদালতে ন্যায় বিচার পাবে।

তিনি আরও বলেন, এই সাধারণ শিক্ষার্থীদের ঢাল হিসেবে ব্যবহার করে এই বিএনপি,জামাত-শিবির ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালাতে থাকে।আমাদের স্বপ্নের মেট্রোরেল পুড়িয়ে দিয়েছে, বিটিভি ভবনে ঢুকে তান্ডব চালিয়েছে, সেতু ভবনে আগুন দিয়েছে, নরসিংদীতে জেলখানায় হামলা চালিয়ে জঙ্গির আসামী সহ সব কয়েদিকে মুক্ত করে দিয়েছে, সারাদেশে অনেক সরকারি প্রতিষ্ঠান ধ্বংস করেছে, অনেক যানবাহনে আগুন দিয়েছে, প্রশাসনের অনেক লোককে হত্যা করেছে।

এই সকল ধ্বংসাত্মক কর্মকাণ্ড করে বিএনপি জামাত শিবির আবারও পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চেয়েছিলো।কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বের কাছে তারা ব্যর্থ হয়েছে। চলমান কারফিউর কারনে তিনি সাধারণ মানুষের কথা চিন্তা করে এই খাদ্য সামগ্রী বিতরণের উদ্যোগ নিয়েছেন।আপনারা সবাই সতর্ক অবস্থানে থেকে বিএনপি,জামাত শিবিরের ধ্বংসাত্মক কর্মকাণ্ড প্রতিহত করবেন।

কেডিকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খায়রুল বাসার শিপ্লুর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মো. হাফিজুর রহমান, পৌর মেয়র রফিকুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা তাহাজ্জত হোসেন, আন্দুলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম মুক্তার, বীর মুক্তিযোদ্ধা দলুর উদ্দিন দুলু প্রমূখ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হাসাদাহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম, বাঁকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের প্রধান, আন্দুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা হাবিবুর রহমান লিটন, সীমান্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিয়াবুল ইসলাম মিল্টন, আওয়ামী লীগ নেতা জসীমউদ্দিন জালাল, মোবারক সোহেল আহাম্মেদ প্রদীপ, আহসান হাবিব বকুল, মধু শেখ সহ অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *