গত ১২ বছরে মাছের উৎপাদন বেড়েছে ৬০ শতাংশ

চুয়াডাঙ্গাসহ সারা দেশে জাতীয় মৎস্য সপ্তাহ শুরু

চুয়াডাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে জেলার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ জুলাই) সকাল সাড়ে ১০ টায় চুয়াডাঙ্গা জেলা মৎস্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়। সভায় সভাপত্বিত করেন চুয়াডাঙ্গা জেলা মৎস্য কর্মকর্তা দীপক কুমার পাল।

এ সভায় এই সপ্তাহ ব্যাপি সারাদেশের মতো জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে চুয়াডাঙ্গার বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। আলোচনা সভায় আগামীতে দেশের মৎস্য চাহিদা সঠিকভাবে পূরণ করার লক্ষ্যে কি করণীয় তা সভায় উঠে আসে। সভায় জেলায় মৎস্য চাষ বৃদ্ধি করা ও জেলায় মৎস্য স্বয়ংসর্ম্পূন্ন করার লক্ষ্যে বিভিন্ন কার্যক্রমের উদ্যোগ নিবে বলে জানানো হয় সভায়।

আরো পড়ুন=>> গাংনীতে ১৫ই আগস্ট পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জন নিয়ে এক বিস্তার আলোচনা করা হয় সভায়। সভায় মাছের ঘাটতি পিছনে ফেলে এই ঘাটতি বাদ দিয়ে মাছ চাষে আরও বৃদ্ধি করে উৎপাদন কিভাবে বাড়ানো য়ায় তা নিয়ে আলোচনা করা হয়।

কারেন্ট জাল দিয়ে মাছ শিকার যারা করে এটা নিয়ে অভিযান অব্যাহত আছে। মাছ চাষিদের নিয়মিত মাছ বৃদ্ধি ও উৎপাদন করার লক্ষ্যে বিভিন্ন ধরনের কর্মসূচি ও প্রশিক্ষণ হাতে নিচ্ছে সরকার।

এসময় সভায় জানানো হয়, জেলায় মাছ চাষের জন্য পুকুর আছে ১১ হাজার ৫৮টি। বাওড় আছে এই জেলায় ১০ টি। প্রতিবছরে এই জেলায় বাওড় থেকে মাছ উৎপাদন করা হয় ১ হাজার ৭৭২ দশমিক ৩০ মেট্রিক টন।

মৌসুমী জলাশয়ে থেকে মাছ উৎপাদন হয় ৮২ দশকিম ২৯ মেট্রিক টন। মাছ চাষের জন্য বিলের সংখ্যা আছে ৬১ টি। এই জেলায় মৎস্যজীবীদের সংখ্যা আছে ৫ হাজার ১১২ টি ও মৎস্য চাষিদের সংখ্যা ৯ হাজার ৩১২ টি।

এ সময় সভায় উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা সাংবাদিক ঐক্য পরিষদের আহব্বায়ক আজাদ মালিতা, চুয়াডাঙ্গা জেলা প্রেস ক্লাবের সভাপতি মানিক আকবর ও চুয়াডাঙ্গা প্রেস ক্লাবের সভাপতি রাজিব হাসান কচি ও সাধারণ সম্পাদক বিপুল আশরাফ, নাগরিক টেলিভিশনের চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি হুসাইন মালিক, প্রথম আলোর চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি শাহ আলম সনি, এন টিভির চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম, যমুনা টিভির চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি জিসান আহমেদ, এখন টিভির চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি অনিক চক্রবর্তী, আজকের প্রত্রিকার চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি মেহেরাব্বিন সানভি ও আজকের খাসখবর পত্রিকার রিপোর্টার কাইফ আহমেদ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *